
শওকত হোসেন চৌধুরী (রিপন): সম্প্রতি নিউজিল্যান্ডে আল-নূর মসজিদ ও লিনউড মসজিদে খ্রিস্টান জঙ্গী কতৃক বর্বরোচিত হামলায়, শহীদ ৫০ জন নামাজরত বান্দার জীবনের বিনিময়ে ,সারা জাহানের মানুষের তুমি ইসলামের ছায়াতলে স্হান দাও হে মহান প্রভু। ইসলামের পুরানো ইতিহাস থেকে আজো পযর্ন্ত একটা জিনিস প্রমাণিত যেখানে মুসলিম উম্মার সৈনিকের রক্ত পড়েছে সেখানে ইসলাম
আরো তাজা হয়েছে। এ নূশংস হত্যাযজ্ঞের পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আডের্ন এর প্রতিটি পদক্ষেপ মুসলমানদের আবেগপ্লুত করেছে। নিউজিল্যান্ডে যে পৃথিবীর শান্তি প্রিয় ও সভ্যদেশ তারই প্রমান দিলেন তিনি। গত ২২ মার্চ, বাদে জুমা চন্দনাইশ বৈলতলী ইউনুচ মার্কেট চত্বরে, দক্ষিণ চট্টগ্রামের আলোড়ন সৃষ্টিকারী সামাজিক ও ধর্মীয় সংস্থা পাক পাঞ্জাতন
সংগঠনের উদ্যাগে সম্প্রতি নিউজিল্যান্ডের ২ টি মসজিদে নামাজরত অবস্থায়, ৫০ জন মুসল্লি নৃশংস হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভমিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বৈলতলী সুন্নী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবুল কাশেম নুরী আদ-দায়েমী, আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহা সচিব, আলমগীর ইসলাম বঈদী, পাক পাঞ্জাতন সংগঠনের সভাপতি
ডাঃ আবদুল আউয়াল, সাধারন সম্পাদক শওকত হোসেন চৌধুরী (রিপন)। উপস্থিত ছিলেন আবদু শুক্কুর, মোহাম্মদ ফোরকান, সাজ্জাদ হোসেন, জামসেদুল ইসলাম, মিজানুর রহমান, নুরুল আলম, মামুন, সাইফুল ইসলাম, নাঈমুর রহমান সহ গাউছিয়া কমিটি, ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাএসেনা নেত্ববৃন্দ।