নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় গলাচিপা উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো.আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার এ আর এম সাইফুল্লাহ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মাহবুব রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা
অফিসার মো. মিজানুর রহমান, গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সহসভাপতি হাজী মো. মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মু. শাহীন শাহ্ প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী,
উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আনসার- ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেনÑ১৯৭১ সালের ২৫ শে মার্চে রাত সাড়ে ১১ টায় পরিচালিত “অপারেশন সার্চলাইট” এর নামে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয় তার পূর্ন বিবরণ তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে গণহত্যায় শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।