বই হোক সকলের নিত্যসঙ্গী। বইয়ের মধ্য দিয়ে পৃথিবীর প্রকৃতি, সাগর, মহামনিষী ও সকল বিষয়ে আমরা অবগত হই। বই জ্ঞান অর্জনের দর্পন বলে অভিমত ব্যক্ত করেছেন শিক্ষা চিন্তক ও গবেষক শামসুদ্দীন শিশির। “বই হাতে তো স্বপ্ন সাথে” প্রতিপাদ্যে স্বপ্ন ফেরী’র উদ্যোগে অদ্য ২৫ মার্চ চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন শিক্ষাবিদ শামসুদ্দীন শিশির। রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য’র
সভাপতিত্বে স্বপ্ন ফেরী’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, স্বপ্ন ফেরী’র উদ্যোক্তা আতিকুর রহমান আতিক, পূর্বাশার আলো’র সভাপতি নোমান উল্লাহ বাহার, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল ও সংবাদ কর্মী সাইফুদ্দীন খালেদ প্রমুখ। উল্লেখ্য, স্বপ্ন ফেরী ইতোমধ্যে দেশব্যাপী জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার অভিপ্রায়ে প্রায় ১০ হাজার বৈচিত্রময় বই বিতরণ করে।