
নিজেস্ব প্রতিবেদক:
এ বছর ব্রিটেনের রানী কর্তৃক সম্মানজনক MBE এ্যাওয়ার্ড-২০১৯’ পেয়েছেন বিয়ানিবাজারস্থ আজাদ চৌধুরী একাডেমীর প্রতিষ্টাতা আজাদ চৌধুরী।সিলেটের বিয়ানিবাজারের কৃতি সন্তান আজাদ চৌধুরী একাডেমীর প্রতিষ্ঠাতা ব্রিটেন প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ আজাদ চৌধুরী, ব্রিটেনের রানী কর্তৃক সম্মানজনক MBE খেতাবে ভূষিত করা হয় গুনী এই শিক্ষাবিদ কে, গত ২৩শে মার্চ ২০১৯
শনিবার ব্রিটেনের রানী এলিজাবেথ এর বাসভবন বাকিংহাম প্যালেসে রানীর দৌহিত্র প্রিন্স উইলিয়ামের কাছ থেকে সম্মানজনক MBE এ্যাওয়ার্ড গ্রহণ করেন।শিক্ষাবিদ আজাদ চৌধুরীর নিজ প্রতিষ্ঠিত একাডেমীর ২০১৪ ব্যাচের ছাত্ররা শুভেচ্ছা জানিয়েছেন ।শুভেচ্ছা বার্তায় বলেন-স্যারের এই সাফল্যে আমরা আনন্দিত এবং গর্বিত, স্যারের জন্য রইলো অনেক শুভ কামনা।