নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ফারুকের লাশ বাংলাদেশে পৌঁছেছে। ফারুকের বাসভবন, রাজবাড়ি, বন্দর, নারায়ণগঞ্জ।স্বামীর কফিন ধরে স্ত্রী সানজিদা জামান নেহার আহাজারি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার ফারুকের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলার নবাব সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে জানাজা শেষে বন্দর সিটি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। জানাজায় ফারুকের স্থানীয় জনপ্রতিনিধি ও শত শত এলাকাবাসী অংশ নেন।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা তার পরিবার। ২০১৫ সালে জীবিকার তাগিদে
নিউজিল্যান্ডে পাড়ি জমান বন্দর উপজেলার রাজবাড়ী এলাকার ফারুক। ফারুক সেখানে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর দেশে ছুটিতে এসে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার সানজিদা জাহান নেহাকে বিয়ে করেন। সর্বশেষ ২০১৮ সালের ১ নভেম্বর ছুটিতে দেশে আসেন এবং চলতি বছরের ১৮ জানুয়ারি
আবার নিউজিল্যান্ডে পাড়ি জমান ফারুক। এরপর ফারুকের প্রাণহীন দেহ দেশে ফিরবে, তা ভাবেননি কেউই। ১৫ মার্চ নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ আল নুর মসজিদে শুক্রবার জুমার নামাজে সন্ত্রাসীর গুলিতে ফারুকসহ ৫০ জন নিহত হন।