রাজধানীর বনানীতে এফ আর টাওয়ার নামে বহুতল একটি ভবনে আগুন লেগেছে।
আজ বৃহস্পতিবার বেলা প্রায় ১টার দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন,ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে।মো. সোহেল নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ২২ তলা ভবনের মাঝামাঝি অংশে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।
প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
কয়েকটি গার্মেন্ট বায়িং হাউজ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস রয়েছে ওই ভবনে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীর