বাঙ্গালি ঐতিহ্যে শাড়ী থাক অমলিন শীর্ষক স্লোগানকে সামনে রেখে আগামী ২৯ ও ৩০ মার্চ ’১৯ইং তারিখ সকাল ১০টা থেকে চট্টগ্রামের আগ্রাবাদস্হ কালার্স অফ লাইফ ও ড্রিমার ওমেন্স এর যৌথ তত্বাবধানে প্রথম বারের মত “বিশ্বরঙ শাড়ী উৎসব’১৯” ’র আয়োজন করা হয়েছে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী
বক্তব্য জ্ঞাপন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, সুলতানা নুরজাহান রোজী,রুহি মোস্তফা।
সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কালার্স অফ লাইফ এর প্রেসিডেন্ট ও শাড়ী উৎসব’১৯ এর চেয়ারপার্সন
শাকিলা গাফ্ফার। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, নারীর সৌন্দর্য শাড়ীতে। শাড়ীর প্রতি অনীহা দূর করতে হবে। ফিরিয়ে আনতে হবে আমাদের হারিয়ে যাওয়া স্বপ্নকে। আমাদের নানা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সঠিক সময় এখন। কিন্তু নিজেদের যা আছে তাকে বাদ দিয়ে ভিন্ন সংস্কৃতিক ও ঐতিহ্য নিয়ে এগিয়ে যাওয়ার যে প্রবণতা- তা শুধু
আমাদের পিছিয়ে নিবে না বরং আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেবে। এই সকল চিন্তাধারাকে সামনে নিয়ে বাঙ্গালির ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমাদের এই যাত্রা। সমগ্র বাংলাদেশে এটাই প্রথম আয়োজন। যা চট্টগ্রামে করতে পারছি বলে আমরা গর্বিত। চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ মিলনায়তনে অদ্য ২৮ মার্চ দুপুরে কালার্স অফ লাইফ ও ড্রিমার ওমেন্স এর
যৌথ তত্বাবধানে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদিকা কোহিনুর রহমান আশার স ালনায় বক্তব্য রাখেন শাড়ী উৎসব’১৯ এর অন্যতম সহযোগি প্রতিষ্ঠান বিশ্বরঙের প্রতিষ্ঠাতা, বরণ্যে ডিজাইনার বিপ্লব সাহা, ডিজাইনার ও রওশন্স এর কর্নধার রওশন আরা, সংগঠনের উপদেষ্টা এসেনশিয়াল গ্রুপের চেয়ারম্যান রুহি মোস্তফা,
মিয়া বিবির সত্বাধিকারী সুলতানা নূরজাহান রোজি, রোটারিয়ান ও অধ্যাপপিকা ফাতেমা জেবুননেছা, কানিজ ফাতেমা, লায়ন ইসমত আরা বেগম, রেজাউল করিম, তান্নু রহমান, শিল্পী আকতার, রাশেদা বেগম শিল্পী, শাহিদা কামাল, সাংবাদিক আজিজুল কদির, সেলিম আকতার পিয়াল প্রমুখ।