রাজধানী ঢাকার বনানীর F R টাওয়ারে আজ দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হাসনাইন আহমেদ রিপন। বেঁচে গেছেন বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার পর পর রিপন ফেসবুকে এসে সবাইকে বিদায় জানিয়েছিলেন।তবে বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে। তার বন্ধুরা ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন। তার বন্ধুরা বিষয়টি নিশ্চিত
করে বলেন রিপনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছেন এদিকে দুপুরে F R টাওয়ারে আগুন লাগার পর ধোঁয়াভর্তি ঘরের মধ্যে সেলফি তুলে রিপন ফেসবুকে লেখেন, ‘মা, মিনা মিলন আপু ফাহিম ভাই সবায় আমাকে মাফ করে দিয়েও। তখন তিনি ওই ভবনের ১৪ তলায় ছিলেন বলে জানান। তবে বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেনের সাহায্যে যাদের
উদ্ধার করে তাদের একজন ছিলেন রিপন আহমেদ তিনি উদ্ধার হওয়ার পর তার বন্ধুরা ফেসবুকে এসে বলেন রিপন এখন বেঁচে আছেন ফায়ার সার্ভিসের কর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন তার বন্ধুরা