খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ মহান স্বাধীনতা দিবস উদযাপন পরিষদ এর উদ্যোগে টিপিপি কলোনী সমাজ কল্যাণ পরিষদ ও সোনালী যুব সংঘের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, বর্তমান বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলেধরা প্রত্যেক মুক্তিযোদ্ধাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। শিশু কিশোরদের মাঝে পড়ালেখার পাশাপাশি ভাষা আন্দোলন, ২৫ মার্চ, মুক্তিযুদ্ধ ও সর্বপরি বাংলাদেশের ইতিহাস এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পরিচয়
তুলে ধরে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরী করতে হবে এ জন্য অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাসহ মুক্তিযোদ্ধাদেরকে দায়িত্ব পালন করতে হবে। টিপিপি কলোনী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আহ্বায়ক এ.জেড.এম মাহমুদুল ইসলাম মানিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব পার্থ প্রতীম ভট্টাচার্য্য, কাজী প্রতনুজ্জামান ও মোঃ নাসিম খানের যৌথ পরিচালনায় সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোঃ নূর হোসেন, মোঃ মনসুরুর
রহমান, মোঃ কামাল উদ্দিন, মোঃ ইকবাল আহমেদ, আব্দুল ওয়াহিদ, মোঃ আজমাদ হোসেন, এ.কে.এম মুজিবর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় রেলশ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সেতু ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি জাহিদা পারভীন প্রমুখ। অনুষ্ঠানে ম্যারাথন দোড় ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংগীত শিল্পী মোঃ মোখলেছুর রহমান মুকুল ও একে এম আরিফ আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।