২৯ মার্চ শুক্রবার ১১টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চাকতাই ভেড়া মার্কেট বস্তির অসহায় দরিদ্র জনতার মাঝে বেসরকারী সংস্থা ইয়ুথ ওয়ার্ল্ড ও ডেনিম এক্সপোর্ট লিমিটেড এর যৌথ উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়। এই উপলক্ষে বস্তির মাঠে সমাজ সেবক ফরিদুল আলম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন হোটেল রেডিশনের জি এম রবিন এডওয়ার্ডস, নগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, চাকতাই শিল্প ও বণিক সমিতির
সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোটেল রেডিশনের ম্যানেজার এইচ আর মনোয়ার হোসেন, ম্যানেজার জমির কোরাইশি, ম্যানেজার বিক্রয় এ.কে.এম সরোয়ার, ডেনিস এক্সপোর্ট লিঃ এর ম্যানেজার প্রিয়তোষ দে, ম্যানেজার এইচ আর সুকান্ত চৌধুরী, সমাজ সেবক মৌলভী আব্দুল্লাহ, ছগির মেম্বার, নজরুল ইসলাম, বাবুল সর্দার, শাহজাহান, বাবুল সওদাগর,
সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন অসহায় দরিদ্র মানুষের বিপদে পাশে দাড়ানো সমাজের বিত্তবান ধনীদের নৈতিক দায়িত্ব। বক্তারা মানবতাবাদী সমাজ গঠনে অসহায় সম্বলহারা মানুষের সাহায্যে এগিয়ে আসতে সরকারের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। সভা শেষে অগ্নিদূর্গত ২৩৫ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় বস্ত্র বিতরণ করা হয়।