চোধুরী নজিব: বন্দর নগর চট্টগ্রামে অবস্থিত পোর্ট সিটি ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) প্রথম সমাবর্তন আগামীকাল (রবিবার -৩১ মার্চ) অনুষ্ঠিত হবে। এই বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত মোট ২ হাজার ৮৮ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীর সনদ প্রদান করা হবে। তন্মমধ্যে ৭ জন কৃতী শিক্ষার্থীকে
চ্যান্সেলর স্বর্ণ পদক ও ১২ জনকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বর্ণ পদক ভূষিত করা হবে। এ সমাবর্তনটি আগামীকাল সকাল ১০ টায় নগরীর পাঁচলাইশে অবস্থিত কমিউনিটি হল ‘দি কিং অব চিটাগংয়ে’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষা
মন্ত্রী ডা. দীপু মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ উপমন্ত্রী ও উক্ত বিশ্ববিদ্যায়ের প্রতিষ্ঠাতা একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইমিরেটাস ড. এ কে আজাদ চৌধুরী,
আরো উপস্থিত থাকবেন ইউজিসির বর্তমান চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। (২৯ মার্চ-শুক্রবার) সকাল ১১ টায়, বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ ক্যাম্পাস অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার মো.ওবায়দুর রহমানের সঞ্চালনায় প্রেস ব্রিফিং করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল আনোয়ার।
এতে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. মজিবুর রহমান, ট্রাস্ট্রিজ সদস্য এহসানুল হক রিজন, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমদ, ব্যবসায় অনুষদের ডীন প্র্রফেসর ড. মো. ফসিউল আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসাইন।