
জাতীয় পার্টিতে শকুনের নজর পড়েছে। সুবিধাবাদী ও দালালদের কারণে দল শক্তিশালী হওয়ার পরিবর্তে ক্ষতিগ্রস্থ হয়েছে। জাতীয় নির্বাচন ও সর্বশেষ উপজেলা নির্বাচনে বার বার মত পরিবর্তনের কারণে জনমনে বিরূপ প্রভাব পড়েছে। বক্তারা বলেন এরশাদের অসুস্থ্যতার সুযোগে একটি স্বার্থনেষী মহল পরিচ্ছন্ন সৎ ও জনপ্রিয় নেতা গোলাম মোহাম্মদ
কাদের এমপিকে অব্যাহতি বাধ্য করা হয়েছে পল্লীবন্ধুকে। আগামী দিনে বাংলার রাজনৈতিক অঙ্গণে জাতীয় পার্টিকে ঠিকিয়ে রাখতে জিএম কাদেরের বিকল্প নেই। বক্তারা জিএম কাদেরকে স্ব-পদে বহাল না করা পর্যন্ত চট্টগ্রামে কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন এই সময়ের মধ্যে কেন্দ্রীয় কোন নেতাকে চট্টগ্রামে নামতে দেয়া হবে না
বলে হুশিয়ারী উচ্ছারণ করেন। আজ ৩০ মার্চ বিকাল ৪ টায় চট্টগ্রাম জেলা পল্লীবন্ধু পরিষদের উদ্যোগে জিএম কাদেরের অব্যাহতি আদেশ প্রত্যাহার করে স্ব-পদে বহালের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নগর জাপা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও দক্ষিণ জেলা যুব
সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, নগর সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক
শাহাদাত হোসেন স্বপন, সহ-সভাপতি ফিরোজ আনোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক আইনুল ইসলাম সুমন, নগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক এম আজগর আলী, জাপা নেতা মোঃ আজিজ, নাজিম উদ্দীন প্রমুখ।