
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সংগঠনের আহ্বায়ক মো: মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমনের পরিচালনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য এড. আনেয়ার হোসেন অজাাদ, সাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, নুরুল আনোয়ার, শেখ নাছির আহমেদ, সনত বড়–
য়া, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়–য়া, কফিল উদ্দিন, হোসেন সরওয়ার্দী সরওয়ার, সাখাওয়াত হোসেন সাকু। সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য হাসান মুরাদ বিপ্লব, আবু সাঈদ জন, খোকন চন্দ্র তাঁতী, তানভীর আহমেদ রিংকু, নঈম উদ্দিন খান, ওয়ার্ড যুবলীগ সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে মো: সানাউল্লাহ, মো: আতিকউল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন বঙ্গবন্ধুর অবিসংবাদি নেতৃত্বে অর্জিত হয় স্বাধীনতা। বাঙালিরা তদানীন্তন পাকিস্তানের অধীনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে বৈষম্যের শিকার ছিল। এই
বৈষম্য থেকে বাঙালি জাতিকে মুক্তি প্রদানের জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৯ মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বিজয়ের মাধ্যমে আমরা রাজনৈতিক স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু বাঙালিকে অর্থনৈতিক মুক্তি প্রদানের জন্য কাজ শুরু করেছিলেন। কিন্তু তিনি এ কাজ সমাপ্ত করতে পারেননি। বর্তমানে
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অসমাপ্ত কাজ সমাপ্ত করে একটি সুখী-সমৃদ্ধ দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণেই বাংলাদেশ এখন একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হচ্ছে ও ২০৪১ সালে মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এ ক্ষেত্রে যুবলীগের সকল নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ।