
নিউজ ডেস্ক :
রাঙ্গুনিয়া উপজেলার শান্তির হাট এলাকায় সিএনজি অটোরিকশা ও লামা উপজেলা চেয়ারম্যানের জিপের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন মা এবং সিএনজি অটোরিকশা চালক।
রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়
পুলিশ পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার জানান, সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়ার শান্তিরহাট থেকে কোদালা ২ নম্বর ওয়ার্ডের নেছার আহমদের ছেলে আবদুল আজিজকে (৫০) নামেকে চমেক জরুরি বিভাগে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সাথে নিয়ে আসা তার মেয়ে আফিফাকে (৩) প্রথমে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। হয়েছিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফিফা মারা যায়। গুরুতর আহত আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম ও সিএনজি অটোরিকশা চালক ইছাখালীর নির্মল দাশের ছেলে কাঞ্চন দাশ চিকিৎসাধীন রয়েছেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে