স্বাধীনতা মেলা পরিষদের এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চকবাজারস্থ মতি টাওয়ারের সম্মুখে চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন, স্বাধীনতা মেলা পরিষদের কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম, চেম্বার অব কমার্স এর পরিচালক আলহাজ্ব ছৈয়দ সজীব আহমদ। প্রধান অতিথি ছিলেন, স্বাধীনতা মেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযুদ্ধা আলহাজ্ব মাহতাবউদ্দিন চৌধুরী। উক্ত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আজ দেশ স্বাধীন হয়েছে বলেই বাংলাদেশ বিশ্বের মাঝে
মাহান উচু করে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার আজ বাংলাদেশ উন্নয়নের রোলমডেল হিসেবে বিশ্বের কাছে পরিচিত লাভ করেছেন। সভায় অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাধীনতা মেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর-মুক্তিযুদ্ধা আলহাজ্ব মঈমউদ্দিন আহমেদ চৌধুরী, স্বাধীনতা মেলা পরিষদের কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাবু দেবাশীষ গুহ বুলবুল। মুক্তিযোদ্ধা পরিবার থেকে বঙ্গবন্ধু’র ঘনিষ্ট সহচর সাবেক মন্ত্রী বীর
মুক্তিযোদ্ধা মরহুম জহুর আহমদ চৌধুরীর সন্তান মোঃ জসিমউদ্দিন। বর্তমান প্রজন্ম যুব সমাজের নেতা নুর মোস্তফা টিণু প্রমুখ। সভায় স ালনা করেন স্বাধীনতা মেলা পরিষদের মহাসচিব মোজাহের ইসলাম। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।