বর্তমান বিশ্বব্যাপী এক নাজুক পরিস্থিতি চলছে। একদিকে খোদাদ্রোহী নাস্তিকদের বেপরোয়া তৎপরতা, অন্যদিকে নবী-অলির দুশমনেরা ইসলামের নামে সরলপ্রাণ মুসলমানদের ধোঁকা দিচ্ছে। তারা বর্তমানে যে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তা ইসলাম মোটেও সমর্থন করে না। তাই বর্তমানে এ অশান্তিময় বিশ্বে একমাত্র আল্লাহ প্রিয় হাবিব (দ.) ও আউলিয়ায়ে কেরামদের আদর্শ বাস্তবায়নই বিশ্বে শান্তি
বয়ে আনতে পারে। গত ৩১ মার্চ রবিবার আনোয়ারা ওষখাইন হযরত শাহ্ আলী রজা কানুশাহ্ (রহ.) দরবার শরীফ বিশ্ব নূর মঞ্জিল হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদে আউলাদে আলী রজা, পীর মাওলানা নুরুল আলম শাহ্ (রহঃ)’র বার্ষিক ওরশ মাহফিলে রজায়ী যুব তরিকত কমিটি বাংলাদেশের চেয়ারম্যান ও দরবার শরীফের শাজ্জাদনশীন পীরজাদা আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ
উল্লাহ রজায়ী এ কথা বলেন। হযরত শাহ্সুফী পীর মাওলানা একরামুল হক শাহ্ (মাঃজিঃআঃ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন শাহাজাদা মাওলানা নাঈম উদ্দিন রজায়ী, মুহাম্মদ হাসান জিয়াউল ইসলাম, মাওলানা কমর উদ্দিন নূরীসহ বহু ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে আখেরী মুনাজাত ও তবারুক বিতরণ বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।