আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী স্মৃতি পদক-২০১৯ইং প্রদান ও গুনীজন সম্মাননা শীর্ষক আলোচনা সভায় আয়োজিত ৪৮ বছরে আমাদের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া তার বক্তব্যে বলেন- বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী বাঙালি জাতির অন্তরে চিরকাল বেঁচে থাকবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত শীর্ষক আলোচনা সভায় তার বক্তব্যে বলেন, গুনীজনদের গুনের সম্মান প্রদান না করলে গুনীজনের
জন্ম হবে না। আমাদের সমাজে যারা ভাল কাজ করে তাদের সম্মান দেওয়াটা আমাদের কর্তব্য। স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের পরিবার পরিজনদের জানাই সশ্রদ্ধ সালাম। মুক্তিযোদ্ধারা যুদ্ধের সময় ঝাঁপিয়ে না পড়লে এ দেশ স্বাধীন হত না। আমরা আজ স্বাধীনতার যে সুফল ভোগ করছি তা একমাত্র মুক্তিযোদ্ধাদের অবদান। তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। গত ৩১ মার্চ রবিবার বিকেল ৫ঘটিকায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তন ঢাকায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি মুহাম্মদ আতা
উল্লাহ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এইচ আরমান চৌধুরীর স ালনায় আয়োজিত গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ’র সভাপতি লায়ন মুহাম্মদ গণি মিয়া বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সংস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম
সচিব তপন কুমার নাথ। সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক, গবেষক ও মানবাধিকার ব্যক্তিত্ব মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট’র যুগ্ম মহাসচিব এডভোকেট নাছির উদ্দিন, এডভোকেট আফজাল হোসেন মৃধা, আলহাজ্ব মোঃ আকবর হোসেন, আলহাজ্ব মোঃ শওকত আলী প্রমুখ।
আলোচনা শেষে চট্টগ্রাম অ লে ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদানের জন্য আলহাজ্ব আবুল বাশার প্রোপ্রাইটর মেসার্স নিপা এন্টারপ্রাইজ ও নিপা ইলেক্টনিক্সের ব্যবস্থাপনা পরিচালক, সৌদি ট্রাবল এন্ড হজ কাফেলার চেয়ারম্যানকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ গুনীজন সম্মাননা পদক প্রদান করেন।