
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপআপ্ত সসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অনুসৃত মিশন-ভিশন বাস্তবায়নে পরীক্ষিত নেতাকর্মীদের প্রাধান্য দিচ্ছেন। তাই সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কোন আনুষ্ঠানিকতা নয়। এটা ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের যাচাই-বাছাইয়ের মিলন সন্ধিক্ষণ। এ জন্য কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদেরকে এ যাচাই বাছাই প্রক্রিয়াই কঠিন দায়িত্ব পালন করতে হবে। আজ ৩৬নং নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের বারিক মিয়া স্কুলে সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে একথাগুলো বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, দলের মধ্যে কোন বিভাজন, বিদ্বেষ বিরোধ নেই। তবে মত ভিন্নতা থাকতে পারে। ভিন্নমতের সমন্বয়ের মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করতে হবে। কোন ক্ষেত্রেই বিতর্কিত এলাকায় চিহ্নিত সন্ত্রাসী চাঁদবাজদের দলে স্থান দেওয়া যাবে না। এলাকায় যারা পরিচিত ও গ্রহণযোগ্য সকল শ্রেণি পেশার মানুষকে এ সদস্য নবায়ন ও সংগ্রহ প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে হবে। গোসাইলডাঙ্গা ওয়ার্ড
আওয়ামী লীগের আহ্বায়ক ইসকান্দর মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম চৌধুরী, মোরশেদ আলী ও সৈয়দ নূর নবী লিটনের স ালনায় অনুষ্ঠিত সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেবাশীষ গুহ বুলবুল, ধর্ম
সম্পাদক হাজী জহুর আহমদ, শ্রম সম্পাদক আবদুল আহাদ, উপ দপ্তর সম্পাদক জহরলাল হাজারী, কার্যনির্বাহী সদস্য নূরুল আলম, বখতিয়ার উদ্দিন খান, সাবেক সদস্য সুলতান আহমদ, বন্দর থানা আওয়ামী লীগের মো: ইলিয়াছ, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।