
হাসান আহমদ,ছাতক প্রতিনিধি:
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ি সমাপনি পরিক্ষায় অংশ নিয়ে ছাতক উপজেলা পর্যায়ে প্রথম ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে সাদী মুহাম্মদ। সাদী মুহাম্মদ বাংলাদেশ অানজুমানে অাল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান এবং
গৃহিনী মুনিরা রহমান চৌধুরির একমাত্র পুত্র। সে ২০১৮ সালে কালারুখা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ইবতেদায়ি সমাপনি পরীক্ষায় অংশ নিয়েও জিপিএ-ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। ছেলের কৃতিত্বের বিষয়ে জানতে চাইলে মাওলানা মাহবুবুর রহমান বলেন, ৪ এপ্রিল মাদরাসা বোর্ডে কর্তৃক বৃত্তি ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সাদী
ছাতক উপজেলা মাদরাসা সমুহের ছেলেদের মধ্যে প্রথম ট্যালেণ্টপুল বৃত্তি পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। এজন্য তিনি মহান রব্বুল অা’লামীনের কাছে শুকরিয়া অাদায় করে প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাঁর পুত্র সাদী মুহাম্মদকে যেন আল্লাহ পাক দ্বীনের একজন খাঁটি মুজাহিদ হিসাবে কবুল করে নেন এই প্রার্থনা করেন।