
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধি
যশোর বেনাপোল পোর্ট থানার পুলিশ রঘুনাথপুর গ্রামে শনিবার (৬ই এপ্রিল) সকালে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন সাদেক (২৫) বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের ওসমান আলীর ছেলে ও ওমর আলী (৪০) একই গ্রামের মহর আলীর ছেলে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা আবু সালে মাসুদ করিম জানান,গোপন সংবাদে জানতে পারি রঘুনাথপুর গ্রামের ২জন মাদক ব্যবসায়ী ভারত থেকে গাঁজার চালান এনে তাদের গ্রামের একটি মেহগনি বাগানে অবস্থান করছে ।এধরনের সংবাদের ভিত্তিতে এসআই এইচ এম আব্দুল লতিফ,এসআই জাকির,এএসআই শাহীন ও এএসআই রবিউল ইসলাম সেখানে অভিযান চালিয়ে ৮
কেজি গাঁজাসহ সাদেক হোসেন ও ওমর আলীকে আটক করেন ।তিনি আরো জানান, আটক কৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।