
মাদ্রাসা ছাত্রীকে আগুনে পুড়ে হত্যাচেষ্টা মামলাটির এজাহার পরিবর্তন করে অজ্ঞাত চার মুখোশধারীকে বাদ দিয়ে ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ সিরাউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়েরের পর যারা বিভিন্ন সময় মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়েছেন তাদের নামও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদের
ধারণা করা হচ্ছে।এরা হলেন- অধ্যক্ষ এসএম সিরাউজদ্দৌলা, পৌর কাউন্সিলর মাকসুদুল আলম, প্রভাষক আবছার উদ্দিন, মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শামীম, সাবেক ছাত্র নুর উদ্দিন, জাবেদ হোসেন, জোবায়ের আহম্মদ ও হাফেজ আবদুল কাদের।গ্রেফতারকৃতরা হলেন- ওই মাদ্রাসার নাইট গার্ড ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মোস্তফা,
দফতরি মো. নূরুল আমিন, মাদ্রাসার প্রাক্তন ছাত্র সাইদুল হক, অধ্যক্ষের মুক্তির দাবিতে মানববন্ধনে অংশ নেওয়া যুবক জসিম উদ্দিন, আলাউদ্দিন কেফায়েত উল্লাহ জনি, মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক আবছার উদ্দিন ও আলিম
পরীক্ষার্থী আরিফুল ইসলামসহ আরো দু’জন।সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে।