
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দলকে সুসংগঠিত করার একটি প্রদান অবলম্বন। এর মধ্য দিয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য শক্তি অর্জন করে সকল বাধা ও প্রতিকূলতা মোকাবেলার শক্তি
অর্জণ করতে হবে। তিনি আজ চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের জয়নগর ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেছেন। জয়নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি এখলাসুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের স ালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদ, আনসারুল হক, কাউন্সিলর সাঈদ গোলাম হায়দার মিন্টু, কাজী মোজাম্মেল হক খোকা, মোজাহেরুল ইসলাম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন ফারুক খালেদ চৌধুরী, তাজদিকুল আলম খান হাফিজ, সাইফুল ইসলাম ভূইয়া রাসেল, অনিমা কামাল রতন আচার্য্য, আলী নেওয়াজ খান পারভেজ, আবদুর রউফ, মোস্তাক আহমেদ টিপু, কাজল প্রিয় বড়–য়া, মুজিব ইমরান বিপ্লব প্রমুখ।