বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে সুন্দরবনের হারবাড়িয়ায় পশুর নদীর চর থেকে হাত-পা বাঁধা গলাকাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ডুবে
যাওয়া কার্গোর নিখোঁজ শ্রমিকের সন্ধানে বুধবার থেকে হারবাড়িয়া এলাকায় আমরা অনুসন্ধান চালাচ্ছিলাম। এক পর্যায়ে চরে মরদেহটি দেখতে পাওয়া যায়। পরে উদ্ধার করে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি
জানান, মরদেহটি অর্ধ গলিত। মরদেহের হাত-পা বাঁধা এবং গলা কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে মরদেহটি নদীতে ভাসিয়ে দেয়া হয়।