
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
যশোর বেনাপোলের শিকড়ি গ্রামের রাস্তার উপর অভিযান চালিয়ে ১৮০ কেজি ভারতীয় চাপাতাসহ নুরুজ্জামান (৩৮) নামে একজন পাচারকারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা। আটক নুরুজ্জামান বেনাপোলের গাতীপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে ।বিজিবি জানায়, বুধবার (১০ই এপ্রিল) রাতে গোপন সংবাদে জানতে পারি
একদল পাচারকারী বিপুল পরিমাণ ভারতীয় চাপাতার একটি চালান পাচার করে এনে শিকড়ি গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে বেনাপোলের দিকে নিয়ে যাচ্ছে ।এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে নুরুজ্জামান নামে একজন পাচারকারীকে ১৮০ কেজি ভারতীয় চাপাতাসহ আটক করা হয়।২১
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ১৮০ কেজি ভারতীয় চাপাতা সহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো জানান, আটককৃত আসামী ও মালামালসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।