নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছেলের বউসহ ৩ জনকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, ৯ এপ্রিল সকালে নগরীর গজারিয়া পাড়া এলাকায় গরু আনতে যান আলেয়া বেগম। এরপর আর ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার।
শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ছেলের বউসহ ৩ জনকে আটক করা হয়।