
কোন বোনের, কোন মায়ের সম্ভ্রম ও প্রাণ আর কেড়ে নিতে দেবো না। নুসরাতের মত এমন মর্মান্তিক মৃত্যু আর চায়না বাংলাদেশ। দ্রুত বিচারের মাধ্যমে নুসরাত হত্যার বিচার করতে হবে তবেই এদেশের মানুষ কিছুটা শোক কাটাতে পারবে। আজ ১৩ এপ্রিল দুপুর ৩টায় নগরীর চেরাগী পাহাড় চত্বরে চেরাগী আড্ডা কর্তৃক নুসরাত হত্যার বিচার চাই শীর্ষক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আহমেদ মুনিরের স ালনায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কলামিষ্ট সুভাষ দে, প্রফেসর হোসাইন কবির, নারীনেত্রী ইন্দ্রানী সোমা, শিল্পী নাছিম, শ্যামল দাশগুপ্ত, শিক্ষিকা সালমা মিলি, সাংবাদিক মো: মহরম হোসেন, আলীউর রহমান, কাউসার, সেলিম আক্তার পিয়াল, শ্যামল দাশ, কিরণ শর্মা, সাংবাদিক মিন্টু
চৌধুরী, মিথুন চৌধুরী, চেরাগী আড্ডার আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন, শাহরিয়ার পারভেজ, শৈবাল পারিয়াল, কমল দে, প্রিতম দাশ, শ্রী নোটন, রিপা মজুমদার, সঞ্জয় পাল, দেবাশীষ রায়, জন, লিপটন, সৌরভ দাশ শুভ্র, বিকাশ চৌধুরী, সমিত চৌধুরী, রনি দে, আমিন মুন্না প্রমুখ। মানববন্ধনের মাঝে জিহান করিমের তত্ত্বাবধানে পারফর্ম আর্ট পরিবেশন করেন জুয়েল চাকমা। গণ সংগীতের মাধ্যমে মানববন্ধন শেষ হয়।