চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত চালক বিপ্লব দেবনাথকে নগরীর অক্সিজেন থেকে গ্রেফতার করেছে পুলিশ।এবং হেলপারকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।পুলিশ জানায়, ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গতকাল বিকেলে মামলা দায়েরের পর মাঠে নামে পুলিশের তিনটি দল। এখনো তাদের
অভিযান চলছে।বৃহস্পতিবার বিকেলে ক্লাস শেষে মিনিবাসে করে সহপাঠীদের সঙ্গে শহরে ফিরছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। নগরীর নিউমার্কেট এলাকায় নামতে গেলে তাকে ওড়না দিয়ে পেঁচিয়ে আটকানোর চেষ্টা
করে। পরে স্টেশন রোড এলাকায় চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে রক্ষা পান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে যৌন হয়রানির অভিযোগ করে একটি পোস্ট দেয়ার পর বিষয়টি আলোচনায় আসে। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় পুলিশ।