
৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো: জহুরুল আলম জসিম বলেন, বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণ বাঙালি সংস্কৃতির একটি অংশ। এতে বাংলার সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী প্রজন্মের কাছে বাংলাকে তুলে ধরতে হবে। এ সংস্কৃতি চর্চা নতুন প্রজন্মকে আরো উৎসাহিত করবে আকাশ সংস্কৃতি চর্চা হতে নতুন প্রজন্মকে নিরুৎসাহিত করতে
হবে। আজ ১৩ এপ্রিল বিকেল ৫.৩০ মিনিটে ফিরোজশ্াহ আবাসিক এলাকা জনকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত বৈশাখী মেলা উপলক্ষ্যে মেলা উদ্যাপন পরিষদের সার্বিক সহযোগিতায় ২য় বারের মত বৈশাখী মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান। মেলা পরিষদের আহ্বায়ক মো: আনোয়ার হোসেন’র স ালনায় এসময় বিশেষ অতিথির
বক্তব্য রাখেন ফিরোজশাহ্ আবাসিক এলাকা জনকল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক ইলিয়াছ খান, হালিশহর মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আনোয়ার, সমাজসেবক মো: জসিম উদ্দিন, নারীনেত্রী যাচমা বেগম। এতে আরো বক্তব্য রাখেন, বৈশাখী মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক মো: আনোয়ার হোসেন, সদস্য সচিব বেলাল আহমেদ
সরকার, মাসুদুর রহমান লিটন, সাইফুল ইসলাম ইকবাল, মোস্তাফিজুর রহমান রোকন, আনোয়ার আজিম, সাজিত হোসেন, মারুফুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মেলা কমিটির সাবেক উপদেষ্টা এসএম কাউসারের মৃত্যুতে
গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সারভাইব ব্যান্ড দল সংগীত পরিবেশন করে। আগামীকাল সকাল ১০টায় মেলা প্রাঙ্গণ হতে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে।