কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস উপাচার্য ও বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. ইমরান কবির চৌধুুরী বলেন, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র জীবনে যেমন মানবকল্যাণে কাজ করে গেছেন ঠিক এখনও মানবকল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ভাল কাজ কখনো সমাজ
হতে হারিয়ে যায় না। ভাল কাজ করলে ইহকাল ও পরকালে সৃষ্টি কর্তার আনুকল্য লাভ করা যায়। স্কুলের ২০১৫ ব্যাচের কৃতি ছাত্র স্বপ্নীলের চিকিৎসা ফান্ড সংগ্রহ করার জন্য প্রাক্তন শিক্ষার্থীরা যার যার অবস্থান থেকে যে অবদান রাখছে তা সত্যি প্রশংসনীয়। এক্স-স্টুডেন্টস ফোরাম আয়োজিত স্বপ্নীলের চিকিৎসা অনুদান ফান্ড হস্তান্তর ও বাংলা বর্ষ বিদায়
১৪২৫ ও ১৪২৬ বর্ষ বরণ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী রিয়াসাত সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক ডা. মাহফুজুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার
ইঞ্জিনিয়ার মোঃ বোরহান উদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ইউনুচ খোকন, মোঃ মোরশেদ, হাফিজুর রহমান বাদল, মারুপ হোসেন মোরশেদ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মনির হোসেন, রাশেদ চৌধুরী, ইকবাল হোসেন, মাঈনুল হোসেন, হায়দার, হাবিব, মাসুদ, মোঃ বিল্লাল হোসেন, মোঃ সোয়েব, হাবিব, ওয়াহিদ, মোঃ জাহাঙ্গীর, তৌহিদ
প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের আটশতাধিক ছাত্র তাদের পরিবার সদস্যদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, ম নাটক পরিবেশন করেন। অনুষ্ঠানে স্বপ্নীলের পরিবারের হাতে ৫,০২,০১০/-টাকার চেক হস্তান্তর সংগঠনের আহ্বায়ক রিয়াসাত সুমনসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের
শুরুতে প্রাক্তন শিক্ষার্থীদের ওয়েব সাইট উদ্বোধন করেন অনুষ্ঠানের সংর্বধিত অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইমরান কবির চৌধুরী। পরিশেষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।