মার্কিন যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত রাষ্ট্রদূত আল.আর রবার্ট মিলার প্রথম সফরে অদ্য ১৬ই এপ্রিল চট্টগ্রাম আগমন করেন। অদ্য সন্ধ্যা ৭টায় মার্কিন রাষ্ট্রদূত চট্টগ্রামের সাবেক মেয়র, সাবেক সংসদ সদস্য এবং ইন্টারন্যাশনাল বিজেনিস ফোরাম অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর বাসভবনে আগমন করেন। তাহারা উভয়ে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা
বাণিজ্য সম্প্রসারণ এবং বিশেষ করে চট্টগ্রামের বাণিজ্যিক গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলাপ আলোচনা করেন। পরে মার্কিন রাষ্ট্রদূতের সফর সঙ্গীগণসহ সকলকে নিয়ে জনাব মাহমুদুল ইসলাম চৌধুরীর বাসভবনে নৈশ ভোজের আপ্যায়ন করা হয়।