
যশোরে মানবপাচার মামলায় চারজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।যশোরের মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুছা বুধবার ১১ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা গ্রামের নজরুল ইসলাম, তার স্ত্রী ফুলজান বিবি, কার্তিক চন্দ্র হালদার ও
একই জেলার কুশোডাঙ্গা গ্রামের নূর হোসেন।তাদের মধ্যে কার্তিকচন্দ্র ও নূর হোসেন রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। অন্য দুইজন পলাতক রয়েছেন।এছাড়াও মামলায় আরও পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।আদালতের বিশেষ পিপি এম ইদ্রিস আলী মামলার নথির বরাতে জানান, ২০০৮ সালে নজরুলসহ কয়েকজন
বাঘারপাড়া উপজেলার চণ্ডপুর গ্রামে দিনমজুরের কাজ করতেন। তারা একই গ্রামের একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। পরে তারা সেই বাড়িওয়ালার দুই মেয়েকে ঢাকায় ভাল কাজ দেওয়ার কথা বলে গোপনে নিয়ে যান। এরপর তারা তাদের ভারতে পাচার করেন ।এ ঘটনায় দুই বোনের বাবা নয়জনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা করেন।
তদন্ত শেষে বাঘারপাড়া থানার পুলিশ ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর সাজাপ্রাপ্ত চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। অন্যদের অব্যাহতির আবেদন করে। তবে আদালত নয়জনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।