ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।এর মধ্যে দাগনভূঞা এলকায় কভার্ডভ্যানের সঙ্গে সংর্ঘষে এক অ্যাম্বুলেন্স চালকের সহকারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা নামক এলাকায় ট্রাকের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।দাগনভূঞা থানার ওসি সালেহ আহমেদ পাঠান
জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার মুক্তারবাড়ি দরজা সংলগ্ন কাশবন কমিউনিটি সেন্টার সামনের ফেনী-নোয়াখালী মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়ে।“নোয়াখালী থেকে চট্টগ্রামমুখী অ্যাম্বুলেন্সটির সঙ্গে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকের সহকারীর মৃত্যু হয়।নিহত মো.
সাগর (১৫) দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের মধ্যম চন্দ্রপুর এলাকার বরইয়া গ্রামের মো. সুমনের ছেলে।খবর পেয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত যান দুটি আটক করতে পারলেও ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। এদিকে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় এক
পথচারীর মৃত্যু হয়।মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপতাল মর্গে পাঠায়।