ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে পৌরসভা ভবন থেকে সাপুড়িয়ার সহযোগিতায় ৫টি বিষধর সাপ ধরা পড়েছে।১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পৌরভবনের ভেতর থেকে বিভিন্ন প্রজাতির ৫টি বিষধর সাপ উদ্ধার করেন ওঁঝা বিলাল আহমদ। গক কয়েকদিন ধরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছিল সাপ আতংক। বৃহস্পতিবার বিকেলে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী
ওঝা বিলাল মিয়াকে ডেকে আনলে পৌরসভা কার্যালয়ে। পরে প্রায় এক দেড় ঘণ্টা চেষ্টার পর পৌরভবন থেকে ১টি ভিমরাজ, ২টি দাঁড়াইশ ও ২টি আলদ জাতীয় সাপ ধরেন ওঁঝা বিলাল আহমদ মিয়া এবং তারিই সহযোগি ইয়াকুব হোসেন ও আবুল হাসনাত। এসময় পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ছাড়াও অধ্যাপক হরিদাস রায়, প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর সচিব মোহাম্মদ
সামছুদ্দিন, আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, ধন মিয়া, সুদীপ কুমার দে সহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এ সময় পৌরসভার কর্মকর্তারা বলেন সবগুলো সাপ কারো কোন ক্ষতি করার আগে আমরা ব্যবস্থা নিয়ে ফেলেছি তাই কোন সমস্যা হয়নি