
হাসান আহমদ ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারা বাজার নির্বাচনী এলাকার সাবেক এম পি ও বীর মুক্তিযুদ্ধা ও সাবেক পিপি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট আব্দুল মজিদ মাষ্টার আর নেই। শনিবার সকাল ৮.৪৫ মিনিটের সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।মরহুমের মরদেহ সিলেট থেকে সুনামগঞ্জের বাসায় নিয়ে আসা হচ্ছে। আজই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
তিনি জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ মাস্টার দোয়ারাবাজার উপজেলার এক কিংবদন্তি রাজনীতিকের নাম। দেশ স্বাধীনের পর তিনি একমাত্র দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ উপজেলা হতে স্বাধীনতার পর তিনিই একমাত্র এমপি হয়েছেন। তিনি একাত্তরে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেছেন।১৯৯১ সালে ছাতক দোয়ারাবাজার আসন থেকে জাতীয়পার্টির মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সুনামগঞ্জের মানুষকে সুখ সাগরে ভাসিয়ে চলে গেলেন এই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ স্বাধীনের পর সুনামগঞ্জের দোয়ারাবাজারের প্রথম সংসদ সদস্য হিসেবে তিনি ছিলেন মানুষের জনপ্রিয় এমপি হিসেবে তিনি পরিচিতি লাভ করেন