কখনো কি শুনেছেন একটি গরু আরেকটি গরুকে মেরে টুকরো টুকরো করেছে? কখনো কি শুনেছেন একটি কুকুর আরেকটি কুকুরের প্রাণ নিয়েছে?
না শুনেননি কখনো! কিন্তু এই কথাটি অহরহ শুনেছেন মানুষ মানুষকে মেরে টুকরো টুকরো করেছে! মানুষ বোমা মেরে মসজিদ, মন্দির, গির্জায় হামলা করেছে!
আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব করেছে। কিন্তু কিছু কিছু মানুষ পশুর চেয়ে অধম! তারা মানুষের মতো মানুষ হতে পারিনি।
কখনো কি শুনেছেন কাউকে বলতে গরুকে তুই গরুর মতো গরু হবি, কুকুরের মতো কুকুর হবি, না কখনো শুনেননি! কিন্তু প্রতিটি মানুষ শুনেছেন তুই মানুষের মতো মানুষ হবি, কারণ আমরা মানুষরা দুই ধরনের যেমন এক প্রকার ভালো মানুষের মতো মানুষ আছে আরেক প্রকার যারা আছে তারা মানুষ কিন্তু তারা মানুষের মতো মানুষ হতে পারিনি! তারা পশুর চেয়ে অধম! তারা মানুষকে খুন করে, তারা খুন করে ক্লান্ত হননা তারা আবার টুকরো টুকরো করে, তারা পবিত্র জায়গা কে অপবিত্র করে, তাদের তাতে কিছু যায় আসেনা কারণ তারা নামেমাত্র মানুষ!
নিউজিল্যান্ডের মসজিদে হামলা রেশ কাটতে না কাটতে আরেকটি হামলা, এবার হামলা হয়েছে খ্রীষ্টীয় ধর্মাবলম্বীদের প্রার্থনা ঘর গির্জায়!
ধর্ম দুটি আলাদা হলেও, প্রার্থনা আলাদা হলেও কষ্টের দিক দিয়ে দুই ধর্মের কষ্ট সমান, স্বজন হারানোর কষ্ট, প্রার্থনা ঘর অপবিত্র হওয়ার কষ্ট!
#শ্রীলঙ্কা_সিরিজ_বিস্ফোরণ
আল ওমায়ের, লেখক, অনলাইন এক্টিভিস্ট।