
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে ১২ পিস ইয়াবা ও ৮ গ্রাম হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজলোর ১নং মহেড়া ইউনিয়নের ছাওয়ালী গ্রামে অভিযান চালিয়ে উক্ত মাদক উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ছাওয়ালী গ্রামের আছমত মিয়ার দুই ছেলে রিপন মিয়া (৩৩) ও লিটন মিয়া (২৭), একই গ্রামের সুরুজ্জামানের ছেলে শরীফ মিয়া (৩৩) এবং বাসাইল উপজেলার বালিয়াভরপাড়া গ্রামের আলীমুদ্দিনের ছেলে নুরু মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাওয়ালী
এলাকায় অভিযান পরিচালনা করে ১২ পিস ইয়াবা ও ৮ গ্রাম হেরোইনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন ও শরীফের নামে থানায় ইতোপূর্বেও মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।