গত ২০ এপ্রিল শনিবার জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম মোরশেদুল আলম এর স্মরণ সভা নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম
নাছির উদ্দিন। মোরশেদকে নিয়ে স্মৃতিচারণ করেন- মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, মহানগর আওয়ামীলীগ নেতা প্রকৌশলী বিজয় কিষাণ চৌধুরী, মরহুমের বড় ভাই রাশেদুল আলম, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আওয়ামীলীগ নেতা এড. এম.এ নাছের, সৈয়দুল আলম, নবুয়াত আরা সিদ্দিকী রকি, আবু ফরহাদ সাবু, সুচিত্রা গুহ টুম্পা, যুবলীগ নেতা মো: আইয়ুব, হুমায়ুন কবির মাসুদ, ইকবাল আহমেদ ইমু, হাবিব খান, বিকাশ দাশ। স্মরণ সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের
যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবি, মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম, আওয়ামীলীগ নেতা পিযুষ কান্তি বিশ্বাস, মো: সোলাইমান, মো: জাহাঙ্গীর আলম, চিত্ত রঞ্জন সরকার, মো: নাছির উদ্দিন, আব্দুস সোবহান, মো: জাহাঙ্গীর মোস্তফা, কাজী বখতেয়ার উদ্দিন, জাফরিন সুলতানা পম্পি, বাবুল দেব রায়, মৃদুল কুমার দাশ, রঞ্জন রশ্মি বড়–য়া, স্বপন চৌধুরী খোকা, মাহমুদুল হক বাবুল, যতীন্দ্র নাথ বল্লুভ, মো: শরফুদ্দিন মাহী, কা ন চৌধুরী, সরঞ্জিত দাশ ছোটন, আহসান উল্লাহ খোকন, যুবলীগ নেতা নুরুল আনোয়ার রিপন, বিধান সরকার, শফিকুল ইসলাম, অনুপম
চৌধুরী, মো: মুন্না, নাহিদ চৌধুরী মাহমুদ, মঈন হাসান, ছাত্রলীগ নেতা আরাফাত জাহেদ অনিক প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মরহুম মোরশেদ দলের প্রতি সাংগঠনিক আত্মত্যাগ আর সকলের প্রতি বন্ধুভাবাপন্ন মনোভাব দলকে সুসংগঠিত করেছে। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
প্রধান বক্তা তার বক্তব্যে উল্লেখ করেন, সংগঠনের প্রতি দায়িত্বশীল আচরণ আর সামাজিক ও ক্রীড়া জগতে বিচরণ তার প্রতি মানুষের ভালবাসা এই ওয়ার্ডে সংগঠনকে গতিশীল করেছে। আজ আমি খুবই মর্মাহত, কারণ মোরশেদের মতন একজন দক্ষ কর্মীকে হারালাম। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। স্মরণ সভার শুরুতে পবিত্র কোরআন তেওলোয়াত পাঠ করেন এস.এম নাজিম আজাদ। সভা শেষে মুনাজাত পরিচালনা করেন কদম মোবারক মসজিদের ইমাম হাফেজ মৌলানা মো: ইকরাম হোসেন।