
হামিয়ে আহলে সুুুুুন্নাত, আমিরুল হুজ্জাজ্ব, অলি কামেল আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ:)’র মসজিদ, মাদ্রাসা ও মাজার কমপ্লেক্সে পবিত্র শবে বরাত উপলক্ষে ২১ এপ্রিল, আয়োজিত মিলাদ মাহফিল শাহ্ আমানত হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক দরবারের সাজ্জাদানশীন আমিরুল হুজ্জাজ্ব শাহাজাদা মাওলানা মুহাম্মদ ইয়াসিন মাহমুদ ছিদ্দিকী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে
উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এড. আবুল হাশেম ও ওয়াজেদিয়া শাহ আমানত জামে মসজিদে খতিব সৈয়দ হাসান মুরাদ কাদেরী, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, রাজনীতিবিদ মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন প্রমুখ। মাহফিলে মাওলানা মুহাম্মদ ইয়াসিন মাহমুদ ছিদ্দিকী বলেন, পবিত্র শবে বরাতসহ প্রতিষ্ঠিত বরকতময় রজনী রয়েছে তা কোরআন হাদিসে উল্লেখ রয়েছে। যুগ যুগ
ধরে মুসলমানগণ এই দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। এক শ্রেণির নামধারী মৌলভীরা খোড়া যুক্তি দিয়ে বরকতময় এবাদত সমূহ হতে মুসলমানদের দূরে রাখার অপচেষ্টা চালাচ্ছে। মাওলানা ইয়াছিন অপশক্তির অপতৎপরতায় বিভ্রান্তি না হয়ে সকল বিতর্কিত মতবাদ হতে সরলমনা মুসলমানদের সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানান।