৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো: জহুরুল আলম জসিম বলেন, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম প্রতিযোগিতা। শিশু-বিশোররা অনুকরণ প্রিয়। তারা যা দেখবে তাই শিখবে। তাই শিক্ষার্থীদেরকে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সুযোগ দেওয়ার জন্য অভিভাবকদের এগিয়ে আসতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদের কোমলমতি প্রাণে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলা সংস্কৃতি চর্চা, খেলাধূলায় পারদর্শি করে তুলতে হবে। ফিরোজশ্াহ আবাসিক এলাকা জনকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত বৈশাখী মেলা উপলক্ষ্যে মেলা উদ্যাপন পরিষদের সার্বিক
সহযোগিতায় বৈশাখের রঙে ছবি আঁকা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় হল রুমে মেলঅ পরিষদের আহ্বায়ক মো: আনোয়ার হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফিরোজশাহ্ আবাসিক এলাকা জন কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো:
ইলিয়াস খান, অধ্যক্ষ যাচমা বেগম, জি-ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো: সাইদুর রহমান আরমান। এতে আরো বক্তব্য রাখেন, বেলাল আহমেদ সরকার, মাসুদুর রহমান লিটন, সাইফুল ইসলাম ইকবাল, ছাত্রনেতা মো: মোস্তাফিজুর রহমান রোকন প্রমুখ। অনুষ্ঠানে ক, খ ও গ বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ প্রতি বিভাগে ৭জনকে বিশেষ পুরস্কার প্রদানসহ অংশগ্রহণকারী সকলের মাঝে উৎসাহ সনদ প্রদান করা হয়।