চট্টগ্রাম: রবিবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম আ লিক কার্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী ‘তারুণ্যের গণতন্ত্র বিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বের কথামালায় ডিআই চট্টগ্রাম অ লের ব্যবস্থাপক সদরুল আমিনের সভাপতিত্বে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. নঈম উদ্দিন হাসান, রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য। ডিআই চট্টগ্রাম অ লের প্রোগ্রাম এ্যাসিসটেন্ট নূর ই জান্নাত মূনের
সঞালনায় আরোও বক্তব্য রাখেন চট্টগ্রাম বার্তার উপদেষ্টা মোঃ হাসান, পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়। চট্টগ্রামের তরুণ সমাজে গণতান্ত্রিক মূল্যবোধকে অনুপ্রাণিত করতে অনুষ্ঠিত এই বিতর্ক যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সরকারী বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা, যুক্ত হয়েছিলেন তিনটি রাজনৈতিক দলের স্থানীয় তরুণ নেতৃবৃন্দ। এ আয়োজনে আরো অংশ নেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতকি ফেলো এলামনাই -এর সদস্যবৃন্দ। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটি, চুয়েট বিবেটিং সোসাইটি,
আইআইইউসি ডিবেটার্স কমিউনিটি, প্রিমিয়ার বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি, ডিআই ফেলো দল এক ও দুই, রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম সাগরিকা দল সমূহ তিন জন সদস্যের সমন্বয়ে মোট ৮টি দলে বিভক্ত হয়ে তরুণ রাজনৈতিক নেতারা ও শিক্ষার্থীবৃন্দ প্রথম পর্ব বিতর্কে অংশগ্রহণ করে। ‘তরুণদের উপার্জন বা ক্যারিয়ার কেন্দ্রিক মানসিকতাই তাদের রাজনীতি বিমুখতার মূল কারন’ বিষয়বস্তুর উপর বিতকের্র চুড়ান্ত পর্ব অংশ নেন প্রিমিয়ার বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও চুয়েট ডিবেটিং সোসাইটি। এতে চ্যাম্পিয়ন হয় চুয়েট
ডিবেটিং সোসাইটি। ‘তারুণ্যের গণতন্ত্র বিষয়ক বিতর্ক উৎসব’ অনুষ্ঠানটি ইউএসএআইডি এবং ইউকেএইড -এর যৌথ অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ঝঃৎবহমঃযবহরহম চড়ষরঃরপধষ খধহফংপধঢ়ব (ঝচখ) প্রকল্পের অধীনে আয়োজিত হয়।
ক্যাপশন ১: তারুণ্যের গণতন্ত্র বিতর্ক উৎসবের ফাইনাল রাউন্ডে চুয়েট ও প্রিমিয়ার বিশ^বিদ্যালয় দল
ক্যাপশন ২: তারুণ্যের গণতন্ত্র বিতর্ক উৎসবের সমাপনী দিনে আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে বিতার্কিকবৃন্দ