
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইল শহরের আকুর-টাকুর পাড়া বটতলা ক্লাব থেকে জুয়া খেলার সময় ৩২ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২৯ এপ্রিল সোমবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৩ হাজার ১৯০ টাকা, বিভিন্ন রংয়ের ৪৩৯ টি তাশ, জুয়া খেলার ১৫০টি কয়েন উদ্ধার করা
হয়। জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) এর এসআই আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আকুর-টাকুর পাড়া বটতলা ক্লাবে জুয়া খেলার খবর জানতে পারি। পরে সেখানে ডিবির একটি টিম অভিযান পরিচালা করে জুয়া খেলার সময় ৩২ জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়।এ সময় নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার কৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।