চট্টগ্রাম গ্রাহক পরিষদ ও কর্ণফুলী গ্যাস ডিষ্টিভিশন কোম্পানী লিঃ ঠিকাদার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লা আব্দুল খালেক চত্বরে এসে ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইকরাম চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম গ্রাহক পরিষদের সভাপতি জাফর আহমদের স ালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম গ্রাহক পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ হাসান চৌধুরী, ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, গ্রাহক পরিষদের
সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল বাশার, ঠিকাদার কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি হারুন সাহেব, সহ-সভাপতি শফিকুল আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাঠোয়ারী, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক আকবর, ক্রীড়া সম্পাদক নুর নবী, দপ্তর ও প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক শামীম পারভেজ, সাজ্জাদ হোসেন, মোঃ শফি, নাজিম, হান্নান, সাইফুল করিম, সেলিম, ইকবাল, তমিজ উদ্দিন, কামরুল, মনির, মাসুম, স¤্রাট, শফি, আলমগীর, বকুল, শামসু, হারুন, বখতেয়ার উদ্দিন করিম,
কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বক্তাগণ বলেন, চট্টগ্রামের উপরে বিমাতাসুলভ আচরণের কারণে দীর্ঘ পাঁচ বছর যাবত আবাসিক খাতে সকল প্রকার গ্যাস সংযোগ বন্ধ রেখেছেন। গ্রাহকের নিকট হতে আনুমানিক ৫৫ কোটি টাকার অধিক জামানত নিয়ে কেজিডিসিএল কর্তৃপক্ষ গ্যাস সংযোগ না দিয়ে তালবাহানা করিতেছেন। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামী দিনে গ্যাস সংযোগ প্রদান করা না হলে রাজপথে সকল গ্রাহকদেরকে নিয়ে নানাবিদ আন্দোলনের মাধ্যমে এ দাবি বাস্তবায়ন করা হবে।