জাতীয় শ্রমিক পার্টি চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে হালিশহর এক্সসেস রোড সংলগ্ন কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালী শেষে জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক এবং শ্রমিক পার্টি বিভাগীয় সভাপতি এম.এ সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাটকল, সুতা কল শ্রমিকদের মজুরি বাস্তবায়ন, গার্মেন্টস শ্রমিক সহ সকল পেশার শ্রমিকদে অবাদ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করণ এবং গার্মেন্টস শ্রমিকদের পদবী বিন্যাস করে গ্রেড ওয়ারি বেতন কাঠামো নির্ধারণ ও ওটি ভাতাসহ সংশ্লিষ্ট সকল সুবিধা প্রদানে আহ্বান জানানো হয়। তিনি বলেন হোটেল এবং
রেষ্টুরেন্ট শ্রমিকদের রোজার মাসে বেতন ভাতা ও বোনাস পরিশোধের নিশ্চিয়তার জন্য মালিকদের অনুরোধ করা হয়। তিনি আরো বলেন, এরশাদ সরকারই শ্রমিকদের বেতন, ভাতা বোনাস এবং টাইম স্কেল পদ্ধতি চালু করে শ্রমিকদের জীবন মান উন্নয়নে অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। তাহা শ্রমিকদের স্মরণ করিয়ে দেয়। সভায় বক্তব্য রাখেন, মো: ফারুক, মঈনুদ্দিন, মো: শাহজাহান, ছিদ্দিকুর রহমান, সুরাইয়া, আব্দুর রহিম, বাবুল, মো: ইসমাইল প্রমুখ।