ঈশাত জামান মুন্না। লালমনিরহাট প্রতিনিধি :
জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় আশি (৮০) পিস ইয়াবাসহ কুখ্যাত ইয়াবাসম্রাট রফিককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।ইয়াবা সম্রাট রফিক পদচ্যুত বিডিআর সৈনিক বলে জানা গেছে। ‘রফিকুল ইসলাম ওরফে বিডিআর রফিক কাকিনা ইউনিয়ন এর রুদ্রেশ্বর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন এর পুত্র বলে জানা গেছে।
বিডিআর রফিক দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন এমন তথ্যর ভিত্তিতে কাকিনা ইউনিয়ন এর কাকিনা গঙ্গাচড়া তিস্তা সেতু সড়কে এসআই বাদল কুমার মন্ডল ও তার টিম ছদ্মবেশ ধারণ করে ইয়াবা বিক্রিরত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিরত অবস্থায় উক্ত ইয়াবা সম্রাটকে গ্রেফতার করা হয়েছে।