
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা ও বেনাপোলের বিভিন্ন সীমান্ত থেকে ইয়াবা,ফেন্সিডিল,চাপাতা, শাড়ি, থ্রিপিস,মোটারসাইকেল ও বিভিন্ন প্রকার প্রসাধনীসহ রুবেল নামে একজন চোরাচালানিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা। আটক রুবেল বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের দরুদ সরদারের ছেলে।রোববার (৫ই মে) ভোর ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত বিজিবি’র পৃথক অভিযানে এসব পন্য আটক করে।২১বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ন লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, শার্শার গোগা ও বেনাপোলের পুটখালী, দৌলতপুর সীমান্ত এলাকা থেকে
রোববার ভোর ৪ টার দিকে পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবা,৩৯ বোতল ফেনসিডিল,৫১ কেজি চা-পাতা, ৪০৫ পিস শাড়ী, ১৫২ পিস থ্রি-পিস,২০ পিস শোন পাপড়ি, ২০৮ পিস দোলহান তেল, ৪০ পিস ফেসওয়াস, ২ টি প্রেসার কুকার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য আনুমানিক ২৭ লাখ ৫৭ হাজার ৪ শত টাকা।তিনি আরো জানান,আটককৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে এবং মালামাল বেনাপোল কাস্টমস হাউজ এ জমা করা হয়েছে।