
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
ওয়ারেন্টভুক্ত ও সাজার হুকুম হওয়া আট আসামিকে গ্রেফতার করে বেনাপোল পোর্টথানা পুলিশ। এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত ও সাত ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেফতারকৃতরা হলেন- বেনাপোলের দৌলতপুর গ্রামের কাশেম আলীর ছেলে রেজাউল গাজী (৫৬), ভবারবেড় গ্রামের হযরত আলীর ছেলে মহিতুল আলী গাজী (৩৫), নারানপুর গ্রামের কাদেরের ছেলে মুক্তার হোসেন (২২), বালুন্ডা গ্রামের নাজাহার আলীর ছেলে ইমরান হোসেন (৩৭), দৌলতপুর গ্রামের আফসার আলীর ছেলে রবিউল হোসেন
(৪৪), পাটবাড়ি গ্রামের বোরহান মণ্ডলের ছেলে আব্দুল গনি (৩২), ভবারবেড় গ্রামের আবু তাহেদের শামিম হোসেন টুটুল (৩৫) ও জটা দাসের ছেলে অশোক দাস (৩৩)।
বৃহস্পতিবার (৯ই এপ্রিল) পৃথক অভিযানে বেনাপোল পোর্টথানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, বিভিন্ন
মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর হোসেন জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।