
মো বছির আহমেদ, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আজ শুক্রবার সকাল আটটার দিকে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয় আরো তিনজন আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় ১জন বৃদ্ধা নিহত হয়েছেন। গুরুতর বাবে আহত হয়েছেন ৩ জন। শুক্রবার সকালে উপজেলার উয়ার্শী-বালিয়া রোডের রাজনগর এলাকায় এ দূর্ঘটনার সূত্রপাত ঘটে।নিহত হয়েছেন, উপজেলার ঘুগী গ্রামের আব্দুল বারেক (৭০)। আহতরা হলেন, একই উপজেলার উত্তর রোয়াইল গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল রাজ্জাক (৬০), দুপুটিয়া গ্রামের জয়নাল হকের ছেলে জুয়েল মিয়া (২৬), লালমনিরহাট জেলার
চাংড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহজাহান (৩৫)।প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা উয়ার্শী গামী টেম্পু রাজনগর ব্রিজের উত্তর পার্শ্বের মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পুটি উল্টে যায়। সে সময় টেম্পুতে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হয়। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সকাল ৮.২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ৩ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।কুমুদিনী হাসাপাতালের
সহকারি ম্যানেজার অনিমেষ ভৌমিক জানান, নিহত বারেকের মাথায় প্রচন্ড আঘাত ছিলো এবং বেশ রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে ভর্তির পর পরই তার মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত আব্দুল বারেক কে পোসমাডাম এর পর তার নিজ গ্রামে ফিরিয়ে নেওয়া হয়েছে