জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধি
চারিদিকে শুধু রহিঙ্গা আর রহিঙ্গা গত দুই দিন ধরে শিশু পাচারকারী আতঙ্কে তোলপাড় সৃষ্টি হয়েছে গোটা যশোর জেলা জুড়ে। শিশুসহ পাচারকারীরা হাতেনাতে ধরা পড়েছে বেশ কিছু নারী ও পুরুষ। বিষয়টি নিয়ে কেউ কেউ প্রথমে গুজব বলে উড়িয়ে দিলেও বাস্তবে তা এখন ভয়বহতায় রুপ নিয়েছে।পাচারকারী ও পাচার শিকার শিশুর ছবি সোস্যাল মিডিয়ার কারনে মুহর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ায় গোটা জেলা জুড়ে আতংকিত হয়ে পড়েছে সাধারন মানুষ।যশোরে সদরের নলতা, ঝিকরগাছার পানিসারা, শার্শা উপজেলার দক্ষিন বুরুজবাগান, বেনাপোলের সাদিপুর,
কাগজপুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বেশ কয়েকজন রহিঙ্গা নারী পুরুষকে শিশু বাচ্ছা চুরির অভিযোগে আটক করেছে। আজ শুক্রবার সকালে বেনাপোলের মাছ বাজারের নাসিরের বাড়ির ভাড়াটিয়া প্রদীপ দাসের ছেলে কুমার(৫)ও আলেক হোসেনের ছেলে মুনছুর(৪) কে মিষ্টি দিয়ে ভুলিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগন ফুলি বেগম(৬৫)নামে এক রহিঙ্গা নারীকে আটক করে পুলিশে দিয়েছে, কাগজপুকুর বাজার থেকে গিয়াস উদ্দিন নামে এক রহিঙ্গা আটক করেছে পুলিশ।এছাড়া বেনাপোলের চেকপোষ্ট ও সাদিপুর গ্রাম থেকে ভুলিয়ে শিশু নিয়ে যাওয়ার সময় আরো
দুই নারী রহিঙ্গাকে গ্রামবাশিদের সহযোগিতায় আটক করেছে পুলিশ। এসময় আটককৃত ব্যাক্তির কাছ থেকে বেশ কিছু ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকা উদ্ধার করে পুলিশ।
ধরা পড়া নারী ও পুরুষের মধ্যে অনেকেই মায়ানমার থেকে আগত রহিঙ্গা বলে আলোচনায় এসেছে। যশোর জেলার শার্শা, বেনাপোল, ঝিকরগাছা, মনিরামপুর সহ পুরো জেলা জুড়ে ছেলে ধরা শিশু পাচারকারী আতঙ্ক বিরাজ করছে। সেই সাথে অভিভাবক মহলে চলছে এক চাপা আতঙ্ক উত্তেজনা।ভয়ে ছোট ছোট শিশুরা বাহিরে বের হচ্ছেনা।
সরেজমিনে বিভিন্ন এলাকার তথ্য মতে জানা যায়, যশোরের বিভিন্ন উপজেলাতে রোহিঙ্গা নারী-পুরুষ বিভিন্ন ছদ্মবেশে গ্রামীন পল্লীতে প্রবেশ করে বিভিন্ন খাবার, দড়ি এবং অজ্ঞান করা বা চেতনা নাশক স্প্রে ব্যবহার করে বিভিন্ন বয়সী শিশুদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছে।ধরা পড়লে কারো কারো পিটিয়ে ছেড়ে দিচ্ছে আবার কারো কারো পিটিয়ে আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। যশোরের শার্শা উপজেলার দক্ষিন বুরুজবাগান গ্রাম থেকে এলাকাবাশিদের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার দিনের বেলায় পরপর দুই রোহিঙ্গা নারী পুরুষকে আটক করেছে শার্শা থানার
পুলিশ। এ ঘটনায় এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে । ছোট ছোট কোমলমতি শিশুদের মাঝে ছড়িয়ে পড়েছে চরম আতংক।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আালমগীর হোসেন শিশু চুরি অভিযোগে ৪ রহিঙ্গা নারী- পুরুষ কে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটকৃতদের যশোর জেল হাজতে পাঠানো হয়েছে। এসময় তাদের নিকট থেকে বেশ কিছু
ভারতীয় রুপি জব্দ করা হয়েছে। তিনি বলেন, শিশু পাচার বা ছেলে ধরা আতঙ্ক পুরো যশোর জেলায় ছড়িয়ে পড়েছে তাই সকলকে সচেতন হতে হবে সজাগ থাকতে হবে। কোনো অপরিচিত নারী বা পুরুষকে দেখলে যেন তৎক্ষণাৎ ভাবে পুলিশের কাছে জানানো আহবান জানান তিনি।তারিখ-১০.০৫.১৯