ছাতক প্রতিনিধি:
ছাতকে পুলিশের সাড়াশী অভিযানে দু’ নৌ-চাঁদাবাজকে গ্রেফতার করা হয়ছে। শনিবার সকালে সুরমা নদী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত চান মিয়ার পুত্র মানিক মিয়া(৩৫) ও একই গ্রামের আফতাব উদ্দিনের পুত্র মোজাহিদ(২৪)। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এএসআই জহিরুল ইসলাম সুরমা নদীতে অভিযান চালিয়ে ফকিরটিলা ঘাট ও ইসলামপুর এলাকা থেকে নৌ-যানে চাঁদাবাজীর অপরাধে মানিক মিয়া ও মোজাহিদকে গ্রেফতার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাতক
থানায় একটি চাঁদাবাজী মামলা(নং-১৪,তাং-১১.০৫.১৯) রুজু করা হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল গ্রেফতারের কথা স্বীকার করে জানান, নৌ-পথে চাঁদাবাজী বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এদিকে সম্প্রতি নৌ-পথে চাঁদাবাজী মারাত্মক হারে বৃদ্ধি পাওয়ায় ফুঁসে উঠেছে এখানের ব্যবসায়ী মহল। নৌ-পথে বিভিন্ন সংস্থার নাম ব্যবহার করে বেপোরোয়া চাঁদাবাজী বন্ধে গত ৬ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি আবেদন দেন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।