মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এস্লোগান কে সামনে রেখে যশোরের নাভারন সাতক্ষীরা নামক মোড়ে অভিযান চালিয়ে ২০ লিটার মদ ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সাতক্ষীরা হাইওয়ে পুলিশ আটককৃত নাম হল মিকাইল (২৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে হাইওয়ে পুলিশ । আটক মিকাইল বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের কামাল হোসেন এর ছেলে।গত সোমবার(১৩ই মে) দুপুরে নাভারন সাতক্ষীরা নামক মোড়ে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে আটক করে। নাভারন হাইওয়ে থানার পুলিশ ইনচার্জ পলিটন মিয়া
জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী বেনাপোল থেকে বিপুল পরিমান মদ ও ইয়াবা ট্যাবলেট নিয়ে যশোর যাওয়ার উদ্দেশ্য নাভারন সাতক্ষীরা মোড়ে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দুটি সাদা ড্রাম ভর্তি ২০ লিটার মদ ও সাদা কাগজে মুড়ানো অবস্থায় ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মিকাইল কে আটক করেছে।তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে মামলা দিয়ে হাজতে প্রেরণ করা হয়েছে।